টর ব্রাউজার ডাউনলোড করার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হল টর প্রোজেক্টের অফিসিয়াল ওয়েবসাইট https://www.torproject.org/download থেকে ডাউনলোড করা।
এই সাইটে ঢুকলে HTTPS ব্যবহারের মাধ্যমে আপনার সংযোগটির নিরাপত্তা রক্ষা করা হবে, যার মানে হচ্ছে সংযোগটিতে কারো পক্ষে কোনোরকম হস্তক্ষেপ করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে।
তবে কখনো কখনো টর প্রোজেক্টের ওয়েবসাইটে ঢোকা আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে: যেমন, আপনার নেটওয়ার্কে সাইটটি ব্লক করা থাকতে পারে।
এ অবস্থায় নিচের বিকল্প কোনো একটি পদ্ধতিতেও আপনি ডাউনলোড করতে পারবেন।
মিরর
টর প্রোজেক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি না পারেন তাহলে আমাদের অফিসিয়াল মিরর ইএফএফ কিংবা ক্যালিক্স ইনস্টিটিউট থেকেও আপনি টর ব্রাউজার ডাউনলোড করতে পারবেন।
গেটটর
গেটটর এমন একটি সেবা যা কোনো বার্তার জবাবে টর ব্রাউজারের সর্বশেষ সংস্করণের ফাইলের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেয়। এই ফাইলগুলো ড্রপবক্স, গুগোল ড্রাইভ ও গিটহাবের মত নানা জায়গায় হোস্ট করা থাকে।
ইমেইলের মাধ্যমে গেটটর ব্যবহারের উপায়
যে অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে চান কেবল সেটির নাম একটি ইমেইলের ভেতরে লিখুন: “windows”, “osx” বা “linux” (উদ্ধৃতি চিহ্ন ছাড়া)। তারপর ইমেইলটি gettor@torproject.org অ্যাড্রেসে পাঠিয়ে দিন।
ইংরেজি ছাড়া অন্য যেকোন ভাষায় টর ব্রাউজার পেতে চাইলে সাথে সেই ভাষার জন্য নির্ধারিত কোড লিখে দিতে পারবেন।
যেমন, উইন্ডোজের জন্য চীনদেশের চীনা ভাষায় টর ব্রাউজার ডাউনলোড করার লিঙ্ক পেতে "windows zh_CN" লিখে gettor@torproject.org অ্যাড্রেসে ইমেইল করুন।
জবাবে গেটটর থেকে একটি ইমেইলে কিছু লিঙ্ক আসবে। লিঙ্কগুলো থেকে আপনি টর ব্রাউজার প্যাকেজ, ক্রিপ্টোগ্রাফিক স্বাক্ষর (ডাউনলোড যাচাই করতে লাগবে), স্বাক্ষরটি তৈরি করতে যে কী ব্যবহার করা হয়েছে সেটির ফিঙ্গারপ্রিন্ট এবং প্যাকেজটির চেকসাম ডাউনলোড করতে পারবেন। “32-bit” বা “64-bit” সফটওয়্যার ডাউনলোড করার অপশন আসতে পারে: সেটি নির্ভর করবে আপনার কম্পিউটারের মডেলের ওপর।
TO USE GETTOR VIA TELEGRAM
Send a message to @GetTor_Bot on Telegram.
